বাউয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে ফল সেমিস্টার ২০২৩ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ ভর্তি পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন। এসময় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শনিবার (২ ডিসেম্বর) ফল সেমিস্টার ২০২৩ এর ভর্তি পরীক্ষা বাউয়েট কাদিরাবাদ মেইন ক্যাম্পাস, ঢাকার মিরপুর এমআইএসটি ক্যাম্পাস এবং রাজশাহীর রুয়েট ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে এগারোটায় শেষ হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রদান করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ৫ থেকে ২৩ ডিসেম্বর মধ্যে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের সাথে অভিভাবকগণ সকাল থেকে ক্যাম্পাসে উপস্থিত হয়। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় গ্রামীণ জনপদের ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থী এবং অভিভাবকদের ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্য প্রদানের জন্য ক্যাম্পাসে হেল্প ডেস্ক খোলা হয়। বিএনসিসির সেচ্ছাসেবক দল সহায়তার জন্য সদাতৎপর ছিল।