বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি :


দাবদাহ ও আর গরমে অতিষ্ঠ পাবনার জনজীবন। একদিকে জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, অপরদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাতে।
এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দোয়া করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন এডওয়ার্ড কলেজ জামে মসজিদের তাফসিরকারক মাওলানা হাফেজ সফি উল্লাহ।

নামাজে অংশগ্রহণ করেন সব শ্রেণির ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে মুসল্লিরা অঝরে চোখের পানি ঝরান এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনাও করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ