ভূমি অফিসের ভুয়া কর্মচারীকে ১৫ দিনের কারাদণ্ড

আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ

ভূমি অফিসের ভুয়া
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:


বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসের ভুয়া কর্মচারী স্টাফ পরিচয় দিয়ে সরকারি কম্পিউটারে কাজ করার সময় আব্দুস সবুর (২৫) নামের এক যুবকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। (১৪ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রায় দেন।

আদমদীঘি পজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন বলেন,
আব্দুস সবুর

ভূমি অফিসের কোনো স্টাফ না হয়েও ভূমি অফিসের ভুয়া কর্মচারী স্টাফ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে টাকা পয়সা নেয় ও দীর্ঘদিন ধরে সান্তাহার ইউনিয়ন ভূমি অফিসের সরকারি কম্পিউটার ব্যবহার করে কাজ করছিলেন।

এর আগে তাকে কাজ করতে নিষেধ করে নোটিশ দেওয়া হয়েছিল এবং ভূমি অফিসে লাল পতাকাও লাগানো হয়েছে। এরপরও নিষেধাজ্ঞা না মেনে সরকারি কম্পিটারে কাজ করাই তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভূমি অফিসের ভুয়া কর্মচারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাগাতিপাড়ার ভূমি অফিসে তালা ভেঙে চুরি

এ বিভাগের অন্যান্য সংবাদ