মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট: মার্চ ১৭, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার (১৭ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা পরিষদ মিলানয়াতনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

জাতীয় শিশু দিবস স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা। জাতীয় শিশু দিবস এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা প্রণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, মহদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধ অজিত কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এম.পি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

এ বিভাগের অন্যান্য সংবাদ