রাবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক :রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে শনিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে বিএএস- এফএসআইবিএল বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪। এটির আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানটির রাজশাহী বিভাগীয় আয়োজক হিসেবে রয়েছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান অনুষ্ঠানটির রাজশাহী বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারী রাবির ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হামিদুল ইসলাম।

তিনি বলেন, দিনব্যাপী এই আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ের ২০০ শিক্ষার্থী অংশ নিবে। সারাদিন লিখিত প্রশ্নে পরীক্ষা ও বিকেলে প্রশ্নোত্তর পর্ব থাকবে। পরে ফলাফল ও বিজয়ী ২০ জনকে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত থাকবেন।