শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ক্রমান্বয়ে রাজস্ব আদায় বাড়ছে

আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও রাজস্ব আদায়ের ক্ষেত্রে ২০২২-২০২৩ অর্থ বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, রাজস্ব আদায়ে সোনামসজিদ অগ্রগামী রয়েছে।

সোনামসজিদ স্থল কাস্টমস স্টেশন অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬৬ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা। আদায় হয়েছে ৫৫ কোটি ৭৩ লাখ ৬২ হাজার আট‘শো টাকা। ঘাটতি রয়েছে ১১ কোটি ৯ লাখ ৯২ হাজার ৯৩০ টাকা। কিন্ত ২০২২-২০২৩ অর্থ বছরে জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪১ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ১৮০টাকা।। চলতি অর্থ বছরের আগস্ট /২০২৩ মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ৮৩ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ৮৩০টাকা। আদায় হয়েছে ৬৮ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার ৯০ টাকা। ঘাটতি রয়েছে ১৫ কোটি ২৪ লাখ এক হাজার ৭৪০ টাকা। গত ২০২২-২০২৩ অর্থ বছরে আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪৫ কোটি ৮৬লাখ ১৪ হাজার ৮৩০ টাকা। চলতি অর্থ বছরের সেপ্টেম্বর/২০২৩ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯৫ কোটি ৪১লাখ ৯৬ হাজার ২০টাকা । আদায় হয়েছে ৭৯কোটি ৬৩লাখ ১২হাজার ১৮০টাকা।ঘাটতি রয়েচে ১৫ কোটি ৭৮লাখ ৮৩হাজার ৮৪০টাকা।গত ২০২২-২০২৩ অর্থ বছরের সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪৫ কোটি ২৩লাখ ৩৮ হাজার ৪১০টাকা ।

চলতি অর্থ বছরে অক্টোবর/২০২৩মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯১ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৯০ টাকা। আদায় হয়েছে ৮১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭১ টাকা। ঘাটতি রয়েছে ৯ কোটি ৯৯ লাখ ২৮ হাজার ৩৬০ টাকা। গত ২০২২-২০২৩ অর্থ বছরে অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪৯ কোটি ৭৪ ২৪ হাজার টাকা। চলতি অর্থবছরের নভেম্বর/২০২৩ মাসে প্রথম ৯ দিনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪৩৩ টাকা। আদায় হয়েছে ১৮ কোটি ৭৭ লাখ ২২ হাজার ৬৮টাকা। অথচ গত অর্থ বছরের নভেম্বর মাসে ৫৪ কোটি ২৫ লাখ ছয়শো টাকা।

তথ্যমতে, ২০২১-২০২২অর্খ বছরে রাজস্ব আদায় হয়েছিল ৯৬৬ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার টাকা এবং ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ৬১৮ কোটি ৯২লাখ ২৪ হাজার টাকা। অথচ চলতি অর্থ বছরে মাত্র চার মাস রাজস্ব আদায় হয়েছে ২৬১ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা। এব্যাপারে সোনামসজিদ স্থল বন্দরের কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার জানান, আগের তুলনায় রাজস্ব আদায় অনেক বেশি হচ্ছে এবং আগামীতে আরো বেশি হবে বলে আশা করছি। কারণ বর্তমান ব্যবসাবান্ধব সরকারের নানামুখি উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যবসায়ীদের মাঝে আশার সঞ্চার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ