শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৪ রাজশাহীতে অনুষ্ঠিত হবে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজশাহী শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে প্রতিযোগিতার প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম উপস্থিত থেকে প্রতিযোগিতাটির সফল আয়োজনে সবার সহযোগিতা কামনা করে নানা পরামর্শ গ্রহণ করেন।

সভায় প্রচার উপকমিটির সদস্যবৃন্দ ব্যাপক প্রচারের অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন এবং মাইকিং করাসহ নানা ধরনের সাজ-সজ্জার পরামর্শ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ