বাগদাদে পদক জিতলো বাংলাদেশ

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

তপু রায় ও মেঘলা


সোনার দেশ ডেস্ক:ইরাকের রাজধানী বাগদাদে এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড মিশ্র বিভাগে পদক জিতেছে বাংলাদেশ। স্বাগতিক ইরাককে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন তপু রায় ও মেঘলা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ শুধু মিশ্র বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলো। ১ম সেটে লাল-সবুজের প্রতিনিধিরা ৩৬-৩৪ ও পরের সেটে এগিয়ে ছিলো ৩৭-৩৬ পয়েন্টে। শেষ ২য় সেটে অবশ্য সমতা ছিলো ৩৭-৩৭ ও ৩৮-৩৮ পয়েন্টে। ৪র্থ সেট মিলিয়ে বাংলাদেশ ১৪৮ ও ইরাক ১৪৫ স্কোর করে। তাতে ৩ পয়েন্টের ব্যবধানে পদক জিতে যায় তপু-মেঘলা।

বাগদাদে কম্পাউন্ড মিশ্র বিভাগে ছয়টি দেশ অংশগ্রহণ করেছে। ইরানকে হারিয়ে সোনার পদক পেয়েছে ভারত।
রোববার ব্যক্তিগত ও রিকার্ভ দলগত ইভেন্টের খেলা রয়েছে। বাংলাদেশ রিকার্ভ ব্যক্তিগত পুরুষ বিভাগে খেলবে ব্রোঞ্জ পদকের জন্য। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে সোনার পদক এবং নারী দলগত বিভাগে ব্রোঞ্জের জন্য খেলবে বাংলাদেশ দলের আর্চাররা।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ