সফরের বয়স বাড়লেও বাড়ছে না বুদ্ধি

আপডেট: এপ্রিল ৫, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


শিশু সফর আলীর বয়স ৪ বছর পেরুলেও তার মুখে এখনো কথা ফোটেনি। দাঁড়ানোর মত শক্তি হয়নি দুই পায়ে। হাত ও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে এখনো আসেনি বয়স অনুযায়ী শক্তি। তাকে দেখলে মনে হবে ৩-৪ মাস বয়সী কোনো শিশু। বয়স ৪ বছর হলেও এখনো তার ভরসা মায়ের কোল। বয়স বাড়ার সাথে সাথে শরিরের তুলনায় ক্রমেই শিশুটির মাথা অস্বাভাবিক আকারে বড় হতে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হন তার দিনমজুর ও রিকশাচালক বাবা সিদ্দিক প্রামানিক। এক বছর জুড়ে রাজশাহীতে নিয়ে চিকিৎসা করানোর পর মাথার আকার আগের চেয়ে কিছুটা ছোট হলেও মানসিক ও শারীরিক গঠন আর বাড়ছে না শিশুটির। গত তিন বছর ধরে সফর আলীর শরিরের গঠন একই স্থানে স্থির হয়ে আছে। এই অবস্থায় অপরিণত এই শিশু সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন তার বাবা-মা। পাবনার ঈশ্বরদী শহরের শহরতলী পাতিলাখালি এলাকার বাসিন্দা রিকশাচালক ও দিনমজুর সিদ্দিক প্রামানিক জানান, তার নিজের কোনো জমি বা বাড়ি নেই। শ^শুর বাড়িতেই স্ত্রী ও ৩ সন্তান নিয়ে বসবাস করেন। ‘দিন এনে দিন খাই’ অবস্থার মধ্যে সন্তানকে সুস্থ করে তুলতে প্রাণপণ চেষ্টা করেও আর্থিক অনটনে দিশা পাচ্ছেন না তিনি। মাঝে মধ্যেই শিশুটির জ¦র, বমি, মাথায় প্রচণ্ড যন্ত্রণা ও খিঁচুনি হয় বলে জানান সফর আলীর বাবা সিদ্দিক প্রামাণিক।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম রিপনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন এই শিশুকে পরীক্ষা-নীরিক্ষা করে শিশু সফর আলীর মাথায় বিষাক্ত পানি জমা হয়ে আছে বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। মাথায় অপারেশন করে এই বিষাক্ত পানি বের করা না পর্যন্ত তার মানসিক ও শারীরিক গঠন বাড়বে না বলেও জানিয়েছেন চিকিৎসক। জটিল ধরনের এই অপারেশন রাজশাহীতে করার কোনো ব্যবস্থা নেই জানিয়ে রামেক এর চিকিৎসকরা ভারতের মাদ্রাজে অথবা বাংলাদেশের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে কম বেশি দশ লাখ টাকা খরচ হতে পারে বলেও প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। রামেক’ এর নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম রিপন জানান, রাজশাহীতে জটিল এই অপারেশন করার ব্যবস্থা নেই। ভারতের মাদ্রাজে অথবা ঢাকায় নিয়ে অপারেশন করাতে হবে। কিন্তু হতদরিদ্র সিদ্দিক প্রামানিকের পক্ষে দশ লাখ টাকা খরচ করে তার সন্তানের মাথার অপারেশন করানোর কোনো উপায় নেই। এ কারণে তিনি সমাজের বিত্তবানদের নিকট আবেদন করে আর্থিক সাহায্য কামনা করেছেন। ০১৭৮৮৫৩২০৯০ নম্বর মোবাইলের বিকাশ অথবা নগদ এর মাধ্যমে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করেছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ