১০০ কোটি টাকারও বেশি বিজ্ঞাপন গুগলে! নয়া নজির গড়ল বিজেপি

আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


দিন বদলেছে। দেওয়াল লিখন (যদিও এটা বাংলার বাইরে সেভাবে হয়ই না) কিংবা জনসভার পাশাপাশি অনলাইন মঞ্চের গুরুত্ব বাড়ছে। আর সেই মঞ্চকে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে বিজেপি। গুগল ও এর ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে প্রথমবারের জন্য বিজ্ঞাপন বাবদ কোনো ভারতীয় রাজনৈতিক দলের খরচ ১০০ কোটি ছাড়াল!

২০১৮ সালের ৩১ মে বিশ্বের একনম্বর সার্চ ইঞ্জিনের তরফে গুগল অ্যাডস ট্রান্সপ্যারেন্সি রিপোর্ট পেশ করা শুরু হয়। সেই থেকে ধরলে ২৫ এপ্রিল পর্যন্ত বিজেপি গুগল ও ইউটিউব মিলিয়ে ১০১ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে। সব মিলিয়ে এদেশের রাজনৈতিক দলগুলি এই কয়েক বছরে গুগলে ৩৯০ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে। যার ২৬ শতাংশই গেরুয়া শিবিরের বিজ্ঞাপন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তারা গুগলে অনলাইন বিজ্ঞাপন বাবদ খরচ করেছে ৪৫ কোটি টাকা। তিন নম্বরে ডিএমকে। এযাবৎ এবিষয়ে তাদের খরচ ৪২ কোটি টাকা। বিআরএস খরচ করেছে ১২ কোটি টাকা।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির খরচ ৬ দশমিক ৪ কোটি। ওয়াইএসআর কংগ্রেসের খরচ ৬ দশমিক ৪ কোটি। তৃণমূল কংগ্রেস খরচ করেছে ৪ দশমিক ৮ কোটি টাকা।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ