২৮০ রানে শ্রীলঙ্কাকে থামাল বাংলাদেশ

আপডেট: মার্চ ২২, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ

২৮০ রানে শ্রীলঙ্কাকে থামাল বাংলাদেশ

সোনার দেশ ডেস্ক:


শ্রীলঙ্কাকে ২৮০ রানে থামাল বাংলাদেশ। রান আউটে সমাপ্তি ঘটল শ্রীলঙ্কার ইনিংসের। কাসুন রাজিথার সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হলেন লাহিরু কুমারা।

তাইজুল ইসলামের বলে বড় শটের চেষ্টায় টাইমিং হয়নি কুমারার। বল মিড-অফের দিকে যাওয়ার পথে রানের জন্য বেরিয়ে যান তিনি। কিন্তু সাড়া দেননি রাজিথা। কুমারা ক্রিজে ফেরার আগেই ভাঙা হয় স্টাম্প।

২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮০ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে দেয় বাংলাদেশ।
শেষের মতো শুরুতেও ধস নামে লঙ্কান ইনিংসে। স্রেফ ৫৭ রানে ৫ উইকেট হাারয়ে বসে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে আগের ২৪ টেস্টে কখনোই ১০০ রানের আগে ৫ উইকেট হারায় নি তারা।

ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ ২০২ রানের জুটি গড়েন ধানাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ব্যক্তিগত সেঞ্চুরি ছুঁয়ে দু’জনই আউট হন সমান ১০২ রান করে।

অভিষিক্ত নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ নেন ৩টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৮ ওভারে ২৮০ (মাদুশকা ২, কারুনারাতেœ ১৭, কুসাল ১৬, ম্যাথিউস ৫, চান্দিমাল ৯, ধানাঞ্জয়া ১০২, কামিন্দু ১০২, জয়াসুরিয়া ১, রাজিথা ৬*, ভিশ্ব ৯, কুমারা ০; শরিফুল ১৪-০-৫৮-১, খালেদ ১৭-২-৭২-৩, নাহিদ ১৪-২-৮৭-৩, তাইজুল ১৩-৬-৩১-১, মিরাজ ১০-১-২৫-০)
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ