পহেলা বৈশাখ উপলক্ষে আরএমপি’র নোটিশ

আপডেট: এপ্রিল ১৩, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও রোববার (১৪ এপ্রিল)- বাংলা নববর্ষ ১৪৩১ উদ্যাপিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পহেলা বৈশাখ বর্ষবরণের যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা ওই দিন সন্ধ্যা ৬ টার পূর্বে শেষ করতে বলা হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) এর (ছ), (জ), ২৬(ট)(ই) ও ২৬ (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ন বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানস্থলে আগত জনসাধারণ কোনরূপ ব্যাগপ্যাক/হাতব্যাগ/লাইটার/ম্যাচ ইত্যাদি বহন করতে পারবেন না।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানগত ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (১২ এপ্রিল) আরএমপির পুলিশ-কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য প্রকাশ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ