ইন্দিরা গাঁধীর জন্ম

আপডেট: নভেম্বর ১৯, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ

১৯ নভেম্বর, ১৯১৭ :


ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্ম। তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৬৬-৭৭ ও ১৯৮০-৮৪ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। বিশ্বের দ্বিতীয় মহিলা হিসাবে সবচেয়ে বেশি সময় তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। তিনিই একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাঁরই নির্দেশে ১৯৭৫-৭৭ পর্যন্ত দেশে জরুরি অবস্থা ঘোষণা করে কেন্দ্র। ১৯৬৯-এ তিনি ১৪টি বড় ব্যাঙ্কের রাষ্ট্রায়ত্তকরণ করেন। তাঁর নির্দেশেই ভারতের সর্বাধিক বিতর্কিত শিখ বিরোধী অভিযান ‘অপারেশন ব্লু স্টার’ সংগঠিত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে বড় ভূমিকা নেন তিনি।