শহিদ নূরুল দিবস আজ

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:আজ ১৮ ফেব্রুয়ারি, শহিদ নূরুল দিবস আজ। ১৯৬৯ এ গণঅভ্যুত্থান চলাকালে আজকের এই দিনে তৎকালীন ইপিআর-এর গুলিতে তিনি শহিদ হন। নূরুল ইসলাম রাজশাহীর সিটি কলেজের ছাত্র ও ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর ডাক নাম ছিল খোকা।

শহিদ নূরুল ’৬৯- এর ১৮ ফেব্রুয়ারির সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকিস্তানি সেনাদের গুলিতে আহত হন ড. শামসুজ্জোহাসহ চার শিক্ষক। আহত শিক্ষকদের আটক করে তৎকালীন রাজশাহী পৌরসভা অফিসে নিয়ে চিকিৎসা না দিয়েই ফেলে রাখা হয়। এ সময় ওই এলাকায় আটক শিক্ষকদের মুক্তি ও গুরুতর আহত ড. জোহাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার দাবিতে বিক্ষুব্ধ ছাত্ররা বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ চলাকালে সোনাদিঘির মোড়ে টাউন লন্ড্রির সামনে ইপিআর-এর গুলিতে শহিদ হন নূরুল ইসলাম। এ সময় আহত হয় আরো কয়েক ছাত্র।