কবি বন্দে আলী মিয়ার জন্মদিন আজ

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


কবি বন্দে আলী মিয়ার ১১৭তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯০৬ সালের ১৪ ডিসেম্বর পাবনা শহরের উপকণ্ঠে রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুন্সী জমেদ আলী ও মাতা নেকাজার নেহার একমাত্র সন্তান ছিলেন।

বাংলা ভাষাভাষি মানুষের কাছে কবি বন্দে আলী মিয়া একটি স্মরণীয় ও বরণীয় নাম। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। কবিতা রচনা ছাড়াও তিনি পদচারণ করেছেন সাহিত্যের বহু শাখায়। তবে কবিতা ও চিত্রশিল্পী হিসেবে জীবন শুরু করেছিলেন। তবুও তিনি কবি ও সাহিত্যিক হিসেবে সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পূর্বেই তিনি কলকাতায় কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

১৯২৩ সালে পাবনার মজুমদার একাডেমী থেকে তিনি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর কলকাতায় ইন্ডিয়ান আর্ট একাডেমীতে ভর্তি হন। সেখানে তখন তিনি ছিলেন একমাত্র মুসলিম ছাত্র।

১৯৭৯ সালের ২৭ জুন তিনি তার রাজশাহী শহরের কাজীহাটার নিজস্ব বাস ভবনে ইন্তেকাল ত্যাগ করেন।