কাঁকনহাটে দুই দিনব্যাপী বাণিজ্যিক কৃষি এবং স্থানীয় পর্যায়ের সুযোগসমূহ শীর্ষক প্রশিক্ষণ

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


শনিবার (৩০ ডিসেম্বর) সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’-এর আওতায় গ্রাজুয়েশন পর্যায়ের মোট ৫টি রক্ষাগোলা সংগঠনের ২০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষকের অংশগ্রহণে সিসিবিভিও শাখা কার্যালয় কাকনহাট প্রশিক্ষণ কক্ষে ১ম ব্যাচে দুই দিনব্যাপী ‘বাণিজ্যিক কৃষি এবং স্থানীয় পর্যায়ে এর সুযোগসমূহ’ শীর্ষক প্রশিক্ষণের ১ম দিনের কার্যক্রম শুরু হয়।

উক্ত প্রশিক্ষণে আলোচ্য সূচি ছিল ‘বরেন্দ্র অঞ্চলে অর্থকরী ফসল, জলবায়ু পরিবর্তন বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন, বরেন্দ্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনে কৃষিকাজে সমস্যা ও স্থানীয় জ্ঞান, সফল কৃষকের গল্পের আসর, অংশগ্রহণমূলক দৃশ্যমান পঠন, অর্থকরী ফসলের চাষাবাদের পরিকল্পনা, যৌথ উদ্যোগ ও যৌথ বিনিয়োগ’। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, উদ্ধর্তন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম এবং সার্বিক সহযোগতিা করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত।

এ বিভাগের অন্যান্য সংবাদ