খালেদা জিয়া হাসপাতালে

আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ

খালেদা জিয়া হাসপাতালে

সোনার দেশ ডেস্ক:


শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাত তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়। খালেদা জিয়াকে সিসিইউতে রেখেই চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।

রোববার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
শনিবার রাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেডিক্যাল বোর্ডের সদস্যরা গুলশানে তার বাসভবনে যান। পরে তাঁকে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়।

তখন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে’ এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।

এরপর তাকে রাত সাড়ে তিনটার দিকে তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়।
সর্বশেষ বুধবার (১৩ মার্চ) স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছিল। পর দিন বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ

আরও পড়ুন: খালেদা জিয়াকে