গোদাগাড়ীতে নির্মাণাধীন বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট: মার্চ ২৭, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি:রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর আগে স্থানীয়রা মরদেহটি দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে সিআইডি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের ধারণা, তরুণীকে হত্যা করে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মতিন জানান, ওই তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। নির্মাণাধীন বাড়িটি এলাকার পিয়াস নামের এক ব্যক্তির। একসঙ্গে বাড়ির নিচতলা ও দোতলার কাজ চলছে। বাড়িটিতে এখনো কেউ থাকেন না। দোতলার নির্মাণাধীন বাথরুমের ভেতরে তরুণীর মরদেহটি পড়েছিল। মরদেহের পাশে রক্ত গড়িয়ে গেছে।

ওসি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদনের পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) হয়েছিল। তারা প্রতিবেদন প্রস্তুত করছে। ময়নাতদন্ত করার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে ওসি আবদুল মতিন বলেন, বিষয়টি নিয়ে আশপাশের মানুষের সঙ্গে কথা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ