চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দরে আগুন

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ


শিবগঞ্জ প্রতিনিধি:


হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণায় জেলাব্যাপি পড়েছে দাম বাড়ার হিড়িক। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ২০০ টাকা কেজি। শুক্রবার (৮ ডিসেম্বর) পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। শনিবার (৯ ডিসেম্বর) সকালে পেঁয়াজের দাম ছিল ১০০ থেকে ১৪০ টাকা কেজি। কিন্তু বেলা ১১টা বাজতে না বাজতে এক লাফে পেঁয়াজের দাম হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার শহর, বারঘরিয়া বাজার, গোমস্তাপুর উপজেলায় গোসস্তাপুর মোড়, রহনপুর পৌর এলাকার বিভিন্ন হাট বাজার, ভোলা হাট উপজেলার প্রায় ২০ ছোট বড় বাজারে, নাচোল উপজেলার বিভিন্ন হাট বাজারে ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার সহ প্রায় শতাধিক হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে হাটবাজার গুলোতে পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে।

খুচর পেঁয়াজ বিক্রেতারা শনিবার সকালে ২০০ কেজি দরে পেঁয়াজ বিক্রি করার সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা তাদের দামের তালিকা সহ ভাউচার দেখতে চাইলে তারা ভাউচার দেখাতে পারেনি। এ সময় জনগণের চাপ সৃষ্টি হলে পেঁয়াজের বস্তা নিয়ে বাজার থেকে গা ঢাকা দিয়েছে বিক্রেতারা। বর্তমানে জেলা জুড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পেঁয়াজের বাজার দাম নিয়ে আলোচনার ঝড় উঠেছে। ফেসবুকে মনাকষা বাজার থেকে পেঁয়াজের দাম ২০০টাকা কেজি চাওয়ায় জনগন তাদেরকে বাজার থেকে তাড়িয়েছে।

গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুর ফেরদৌস শনিবার সকালে পেঁয়াজের বাজারগুলোতে গিয়ে ভাউচার ছাড়া পেঁয়াজের দাম বাড়ানো যাবে না বলে সতর্ক করে ব্যর্থ হয়েছে জানা গেছে। তবে শিবগঞ্জে এখনো কোন প্রশাসনিক কর্মকর্তা কোন পদক্ষেপ গ্রহন করেননি বলে সাধারণ জনগণের অভিযোগ। তবে সোনামসজিদ বন্দরে পানামা পোর্টের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম কেন এত বাড়ালো তা বুঝতে পারছিনা। এটা বলতে পারবেন একমাত্র আমদানি-রপ্তানীকারকগণ।

তিনি আরো বলেন, শনিবারও পেঁয়াজের ট্রাক সোনামসজিদ দিয়ে প্রবেশ করেছে। অন্যদিকে আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি সাহাবুদ্দিন জানান, আমার কাছে দিল্লি থেকে একটি চিঠি এসেছে। তাতে উল্লেখ্য আছে যে আগামী মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রপ্তানি স্থগিত করা হয়েছে। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় গত বৃহস্পতিবার হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় পেঁয়াজের দাম নিযে তুলকামাল শুরু হয়েছে।