ছন্দে ফিরলেন স্টার্ক, ১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বইকে হারাল কেকেআর

আপডেট: মে ৪, ২০২৪, ১:০৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


১২ বছর পর মুম্বইয়ের মাঠে রোহিতদের হারাল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ আইপিএলের পর ওয়াংখেড়েতে জিততে পারেনি নাইটরা। এদিন ভাগ্যের চাকা ঘুরলো। যদিও ম্যাচের শুরুটা দেখে মনে হয়নি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডের ব্যাটিং ম্যাচে ফেরায় কেকেআরকে। শেষটা করলেন মিচেল স্টার্ক। প্রথমবার বেগুনি জার্সিতে দলকে জেতালেন

। অল্প রান করেও অজি তারকার দাপটে ২৪ রানে জিতল কেকেআর। ৩৩ রানে ৪ উইকেট নেন স্টার্ক। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলবে নাইট শিবির। পরপর জোড়া জয় কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে জেতার পর, হার্দিকদের ডেরায় মুম্বইকে হারাল নাইটরা। শুরুতে জয়ের হ্যাটট্রিকের পর ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারেনি কেকেআর।

শেষমেষ শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল শ্রেয়স আইয়ারের দল। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল কেকেআর। প্রথমে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নাইটরা। জবাবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে শেষ মুম্বইয়ের ইনিংস। এদিনের হারে প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ হার্দিক পাণ্ডিয়াদের।

ইনিংসে ছিল ৩টি ছয়, ৬টি চার। অন্যদিকে ২টি চার এবং ছয়ের সাহায্যে ৩১ বলে ৪২ করেন ইমপ্যাক্ট প্লেয়ার মণীশ পাণ্ডে। এই দু”জন ছাড়া বাকিটা ব্যর্থ। ভরাডুবি বলা চলে। দু’অক্ষরের রানেও পৌঁছতে পারেনি। ৫৭ রানে ৫ উইকেট হারায় কেকেআর।

ষষ্ঠ উইকেটে ৮৩ রান পার্টনারশিপ ভেঙ্কটেশ-মনীশের। ম্যাচের সেরাও বাঁ হাতি ব্যাটার। ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর। জবাবে ব্যাটিং বিপর্যয় মুম্বইয়েরও। রান পায়নি ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়ারা।

একমাত্র সফল সূর্যকুমার যাদব। নাইটদের বিরুদ্ধে চতুর্থ অর্ধশতরান তুলে নেন। চলতি আইপিএলে তাঁর তৃতীয়। ৩৫ বলে ৫৬ রানে সূর্য আউট হতেই মুম্বইয়ের অর্ধেক আশা শেষ। টিমটিম করে জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন টিম ডেভিড। কিন্তু ২৪ রানে তিনি ফিরতেই স্বপ্নভঙ্গ। নিজের শেষ ওভারে তিন উইকেট তুলে নিয়ে নাইটদের জয় নিশ্চিত করেন স্টার্ক।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ