পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় কৃৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন এবং চাষীদের মাঝে বিনামূল্যের সার, বীজ ও আমের চারা গাছ বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মোছা: পপি খাতুনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) শহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মনিরুজ্জামান, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।

পত্নীতলায় উল্লেখ্য, এসময় উপজেলার নজিপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নের মোট ৫ হাজার ২’শ ৭০ জন প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে প্রতিজনকে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজি ধানের বীজ এবং ২ হাজার ২’শ টি আম গাছের চারা বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ