পত্নীতলায় লোকালয়ে হনুমান

আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :


লোকালয়ে দাফিয়ে বেড়াচ্ছে হনুমান! গ্রামে থেকে গ্রামে মাঠের পর মাঠ, এ গাছ হতে ও গাছ, বাড়ির চাল থেকে আরেক বাড়ির চালে ঘুরছে। দেখতে খুব চমৎকার! উৎসুক জনতা দেখার জন্য ছুটাছুটি করছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে নওগাঁর পত্নীতলা উপজেলার বাঁশবাড়ি গ্রামে অবস্থান করতে দেখা যায় হনুমানটি। স্থানীয় সচেতন ব্যক্তিদের ধারণা, হনুমানটি ভারতের বন থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

পত্নীতলা উপজেলা জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সুমন কুমার শীল বলেন, হনুমানটিকে রক্ষায় ইতোমধ্যে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে এলাকায়। এছাড়াও রাজশাহী বন বিভাগকে অবহিত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ