বিজয়ের বহতা পথে

আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ

এস এম তিতুমীর

তারা ডাকেনি, যারা বিজয় ভুলে
আগুন ঢেলে, পথের দেয়ালে চিকা দিলো-
চান-তারা, দাঁতাল দানবের মুুখ, মুখে দিলো
রাক্ষসে হাসি।

নির্জীব ঘুণে ধরা গদির আয়েশি মোহে, মন্দ্রিত
জোরদখলের কণ্ঠস্বর, ক্রমেই বেড়ে ওঠে
ধরে রাখে সুপ্তাবস্থা। পুষে রাখে জন্তুর হিংস্রতা-
কলুষিত অন্তরে। প্রেমহীন প্রলয়ের প্রমত্ত পৃথিবী
-এ যেন আস্তিনে গোপন, গোখরার হিস্ হিস্

পেরিয়ে আসা কাঁটার গলি, পাথুরে পথ
সবেতেই ঢেলে দিলে ঘাস-ফুল
অস্বিত্ব ভুলবার নাটক, বিচিত্র সব চরিত্রে

এ-ই তো, এ-ই, অস্তিত্ববাদি, প্রেমাংশু
শুধুই মরে মরে যায় বারংবার
শুধুই ক্ষয়ে ক্ষয়ে যায় আর
গান গাই। যেখানে তোমার বিজয়