ডিসেম্বর

আপডেট: ডিসেম্বর ১, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

জোসমিন নাহার

বিজয়, ছন্দময়। জীবন ছন্নছাড়া
দেয় পাহারা। সারাবেলা
আলোর সাথে আলো নাচে,
সূর্য করে খেলা।

বিজয় রঙিন, রঙিন নয়ন তারা,
স্বচ্ছ ঝর্ণা ধারা। রাস্তা-ঘাটে
উজ্জ্বলতা, হৃদয় কোণে
বিজয় পায়ে হাঁটে।

বিজয়-দোলন, মেলে সোনার ডানা,
উড়লে, নিষেধহীন। চোখে-মুখে
উৎসবের সুখ পূর্ণ, পূর্ণ-পাতা
উড়াল-অন্তর, সুখে।