রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ভুটভুটি ক্ষতিগ্রস্ত

আপডেট: মার্চ ২৮, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ভুটভুটি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ভাঙাড়ি ভর্তি ভুটভুটির (ইঞ্জিন চালিত নসিমন) সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাই কেউ হতাহত না হলেও ভটভটি লন্ডভন্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে তিন টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া গণির ঢালান মোড়ের রেলক্রসিং এ ঘটনা ঘটে। এতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। পরে স্থানীয়রা লন্ডভন্ড ভাংড়ীর গাড়িটি রেললাইন থেকে সড়িয়ে দেয়। পরে ট্রেন ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙড়ি ভর্তি ভটভটিটি রেললাইনের উত্তরপাশ থেকে দক্ষিণ পাশে দিকে যাচ্ছিল। রেলক্রসিং এ ওঠার পরে ভটভটিটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপরে কপোতাক্ষ ট্রেনের ইঞ্জিনের সাথে সদরে ধাক্কা লাগে। ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আধাকিলো মিটার টেনে নিয়ে চলে যায়।

স্থানীয় বাসিন্দা নূর ইসলাম জানায়, এই রেলক্রসিং এ ভুটভুটি আটকে যাওয়ার পরে চালক ও হেলপার নেমে পালিয়ে যায়। এর পরে ট্রেনের লোকের (ইঞ্জিন) সাথে ভুটভুটি আটকে যায়। এরপরে আধা কিলোমিটার ঢেলে নিয়ে যায়।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ