রাবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের উর্ধ্বতনরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এর আগে উপাচার্যের নেতৃত্বে শহীদ তাজদ্দীন আহমদ সিনেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা জাতির পিতার প্রতিকৃতিস্থলে যায়।এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ