শহিদ আসাদ দিবস আজ

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


আজ ২০ জানুয়ারি। ঐতিহাসিক শহিদ আসাদ দিবস। আমাদের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহিদ আসাদ এক চিরস্মরণীয় নাম।
আইয়ুবী সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন অকুতোভয় এ বীর সেনা।

৫৫ বছর আগে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহিদ হন। তার মৃত্যুতে ’৬৯-এর গণআন্দোলন চূড়ান্ত রূপ নেয়।

সারা বাংলায় ছড়িয়ে পড়ে একটি জনপ্রিয় স্লোগান ‘আসাদ ভাইয়ের মন্ত্র, জনগণতন্ত্র’। পাকিস্তানি দখলদারিত্ব থেকে জাতিকে মুক্ত করা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছিল আসাদের স্বপ্ন।
গণঅভ্যুত্থানের মহান জাগরণ এ অঞ্চলের জনগোষ্ঠিকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এক উর্বর ক্ষেত্র তৈরি করে এবং ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ