ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষির্কীতে স্মারক সংখ্যা ‘চেতনার বাতিঘর’ প্রকাশ করা হয়। এছাড়াও এদিন উন্মোচনও করা হয়েছে।
নির্মূল কমিটির জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার (১৯ জানুয়ারি) নগরীর আলুপট্টি মোড়ে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মনিচত্বরে গিয়ে শেষ হয়।

প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচন করেন রাজশাহী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগরের সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, জেলা নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোসনা আরা খাতুন, মহানগরের সহ-সভাপতি কবি আলমগীর মালেক, মহানগর নির্মূল কমিটির সহ-সভাপতি অঞ্জনা সরকার, বীর মুক্তিযোদ্ধা কেএমএম. ইয়াসিন আলী মোল্লা,

সেক্টর কমান্ডার ফোরাম ৭১ মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, রাজশাহী মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, জেলা নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, মহানগরের সাংগঠনিক সম্পাদক মুরাদ আলী পলাশ, মহানগরের সাংগঠনিক সম্পাদক রনি সরকার, মহানগরের দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ, নারী ইউনিটের সভাপতি হালিমা কুমকুম, সাধারণ সম্পাদক সাইমা খাতুন বিথী, যুব ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মাহফুজ, স্টুডেন্ট ফ্রন্ট্রের সভাপতি ইখতিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক আরাফাত, মহানগরের স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি আল -আমিন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ