ঢাকায় পাকিস্তানি হানাদারদের অস্ত্র সমর্পণ

আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


১৯ ডিসেম্বর ১৯৭১: এদিন সকাল পৌনে ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের গলফ মাঠে পাকিস্তান হানাদার
বাহিনীর ৪৭৮ জন অফিসার অস্ত্র সমর্পণ করেন। একই সঙ্গে ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটে মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে প্রায় ৩০ হাজার পাকিস্তানি সৈন্য মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

 

নিকোলাস ক্যারলের ‘বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য কবে নাগাদ ফিরিয়ে আনা হবে?’ প্রশ্নের জবাবে ইন্দিরা গান্ধী বলেন, ‘আমি বিভিন্ন সভা সমাবেশে দেয়া বক্তৃতায় স্পষ্টভাবে বলেছি এবং লোকসভায়ও বলেছি, আমাদের সেখানে কোনো উচ্চাকাক্সক্ষা নেই।’

১৯ ডিসেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘মালিককে বাঁচাতে ভারতীয় সেনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে ঢাকায় থাকা পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ চলাকালীন গভর্নর ডা. এ এম মালিকের অবস্থা ও জন মানুষের রোষ এই প্রতিবেদনে উঠে আসে। এই প্রতিবেদনে বলা হয়, ডা. মালিককে বাঁচাতে গিয়ে ভারতীয় সেনারা সাধারণ মানুষের হাতে নাজেহাল হচ্ছেন। মুক্তি ফৌজের ক্রোধ চূড়ান্ত আকার ধারণ করেছে। যার ফলে ভারতীয় সেনাদের গতকাল সেই ক্রোধের হাত থেকে এ এম মালিক ও তার সাবেক সভাসদদের বাঁচাতে চরম বেগ পেতে হয়। শেষ পর্যন্ত ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের চিফ অব স্টাফকেও ইন্টারকন্টিনেন্টালে যেতে হয়।

গতকাল সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হাজারো মুক্তি ফৌজ এবং সাধারণ মানুষ হোটেলটি ঘিরে ফেলে। এ সময় তারা ডা. মালিক ও তার সাবেক মন্ত্রিসভার সদস্যদের বের করে দেওয়ার দাবি জানায়। তাদের উদ্দেশ্য, তারা তাকে হত্যা করবে। এক পর্যায়ে ভারতীয় বাহিনী ট্যাংক দিয়ে গোটা হোটেল ঘিরে ফেলে। ঘটনাস্থলে হাজির হন পূর্বাঞ্চলের চিফ অব স্টাফ। এ সময় তিনি মুক্তিফৌজের নেতাদের সঙ্গে আলোচনা করে সমঝোতায় এসে জনতাকে শান্ত করেন। তবে জনতা যাওয়ার সময়ে বলে গেছে হোটেলটি উড়িয়ে দেবে।

১৯ ডিসেম্বর পাকিস্তান রেডিওতে এক ঘোষণায় বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন। আগামীকাল নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

১৯ ডিসেম্বর ঈশ্বরদী পাকিস্তানি হানাদার মুক্ত হয়। এর আগে ঈশ্বরদীতে থাকা বিহারীরা লোকশেড এলাকায় আত্মগোপন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলো। বিহারীদের সঙ্গে সংঘর্ষে এ সময়ে ৩৩ জন মুক্তিযোদ্ধা শহিদ হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ