দাবদাহে কাহিল ঈশ্বরদীর জনপদ

আপডেট: এপ্রিল ১, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে সোমবার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি প্রবাহিত হয়েছে। প্রচন্ড দাবদাহে ও ভ্যপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে ঈশ্বরদীসহ উত্তরাঞ্চলের প্রাণ-প্রকৃতি। ঈশ্বরদী আবহাওয়া অফিস সোমবার (১ এপ্রিল) এবছরে ঈশ^রদীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ৩১ মার্চ ৩৬ ডিগ্রি, ৩০ মার্চ ৩৫ দশমিক ৭ ডিগ্রির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে।

আবহাওয়া অফিস জানায়, চৈত্র মাসের প্রথম দিনে সকাল থেকে সূর্যের চোখ রাঙানি ও ভ্যাপসা গরমে তেতে ওঠে প্রকৃতি। বৈদ্যুতিক পাখা ছাড়া যেমন ঘরে বসা যাচ্ছিল না তেমনি বাইরেও রোদের সাথে সাথে গরমে অতিষ্ঠ হয়ে ওঠে প্রাণ-প্রকৃতি।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হোসেন রঞ্জন জানান, ঈশ্বরদীতে গতকাল সোমবার এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। চলতি সপ্তাহে গরমের প্রভাব ও তাপমাত্রা আরো বাড়বে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ