প্রথমধাপের উপজেলা পরিষদ নির্বাচন II পাবনায় ডেপুটি স্পিকারের ভাই-ভাতিজা প্রত্যাহার করেননি. ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি:


প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার তিনটি উপজেলায় মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

তবে এর মধ্যে আলোচিত বেড়া উপজেলায় চেয়ারম্যান পদে ডেপুটি স্পীকার শামসুল হক টুকুর ছোট ভাই সাবেক মেয়র আব্দুল বাতেন এবং ভাতিজা আব্দুল কাদের সবুজ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, প্রথমধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল সোমবার। এদিন পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর এই তিন উপজেলার মধ্যে শুধু সাঁথিয়া উপজেলা থেকে চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রবিউল করিম হিরু। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিরীন আক্তার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তবে এর মধ্যে আলোচিত বেড়া উপজেলায় চেয়ারম্যান পদে ডেপুটি স্পীকার শামসুল হক টুকুর ছোট ভাই সাবেক মেয়র ও বেড়া উপজেলা আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত সভাপতি আব্দুল বাতেন এবং ভাতিজা বেড়া উপজেলা আওয়ামিলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাদের সবুজ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

এর বাইরে বেড়া ও সুজানগর উপজেলার আর কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে, এর আগে মনোনয়নপত্র বাছাইকালে বেড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

প্রথম ধাপে পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তিন উপজেলায় এখন বৈধ প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ১৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর মধ্যে বেড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। সাঁথিয়া উপেজলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার সম্পর্কে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান বলেন, ‘স্থানীয় দলীয় সাংগঠনিক সিদ্ধান্তে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছিলাম। আর এখন কেন্দ্রীয় নির্দেশনায় যেহেতু সারাদেশে প্রত্যাহার করা হয়েছে, তাই আমিও সেই সিদ্ধান্তে প্রত্যাহার করেছি।’

বেড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ডেপুটি স্পীকারের ভাতিজা আব্দুল কাদের সবুজ বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি নিজেও একজন রাজনীতিবিদ। প্রার্থী হওয়া এটা আমার গণতান্ত্রিক অধিকার। তাই আমি প্রত্যাহার করিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।’

এই উপজেলায় আরেক চেয়ারম্যান প্রার্থী ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছোট ভাই আব্দুল বাতেন বলেন, ‘আমি ১৯৯৮ সাল থেকে থেকে এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমিতো দল থেকে অব্যহতিপ্রাপ্ত। জনগণের জন্য প্রার্থী হয়েছি। এখানে ডেপুটি স্পিকার সাহেব কোনো বিষয় নয়। আর দলের যে সিদ্ধান্তের কথা শুনছি তার যৌক্তিক কোনো কারণ আমার কাছে নেই। তাই আমি প্রত্যাহার করিনি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ