মণিপুরে কুকি জঙ্গিদের হামলায় হত ২ জওয়ান

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


আবারও রক্তাক্ত মণিপুর। কুকি জঙ্গিদের হামলায় নিহত সিআরপিএফ-এর দুই জওয়ান। শেষ পাওয়া খবর মোতাবেক, এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে সেনাদের।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে, শুক্রবার (২৬ এপ্রিল) গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের। এনকাউন্টারে এখনও পর্যন্ত সিআরপিএফের দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।

গোটা এলাকা কর্ডন করে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধাসেনা। এলাকায় কুকি জঙ্গিদের বড়সড় ডেরা রয়েছে বলে ‘মিলিটারি ইন্টেলিজেন্স’ থেকে নাকি আগেই খবর পেয়েছিল যৌথবাহিনী।

উল্লেখ্য, গত ৩ মে মণিপুরে শুরু হয় মেতেই-কুকি জাতিদাঙ্গা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় আড়াইশো মানুষের মৃত্যু হয়েছে এই সংঘাতে। এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। নিখোঁজ ৩২ জন। প্রায় লক্ষাধিক মানুষ ঘরছাড়া।

দুষ্কৃতিকারীরা পাঁচ হাজারেরও বেশি বাড়ি পুড়িয়ে দিয়েছে। ৩৮৬টি ধর্মীয়স্থান মৌলবাদীদের রোষের মুখে পড়েছে। অশান্তি আগের তুলনায় কমলেও এবছরও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি উত্তর-পূর্বের রাজ্যটি।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ