রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ২:১১ অপরাহ্ণ

সংবাদ প্রতিবেন :২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে এই দিবসটি পালনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গৃহিত কর্মসূচিতে আছে, রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সূচনায় জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন।

সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে প্রভাত ফেরি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। প্রতিযোগিতা উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও পুরস্কার প্রদান করবেন উপাচার্য পত্নী অধ্যাপক তানজিমা ইয়াসমিন। সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাদ জোহর-কেন্দ্রীয় জামে-মসজিদে কোরআনখানি এবং মোনাজাত। সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।

দিবসের কর্মসূচিতে আরো আছে, স্কুল নির্ধারিত সময়ে রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন সমিতি নির্ধারিত সময়ে নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা।
ওইদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ