সান্তাহার দার্জিলিং রেষ্টুরেন্টে মৎস্য পণ্য ‘রেডি টু ইট’ খাবারের উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আরএমটিপি উপ-প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে মূল্য সংযোজিত মৎস্য পণ্য (ফিস বল, ফিস কাটলেট, ফিস স্টিক, ফিস ফ্রাই, ফিস বারবিকিউ ইত্যাদি) মৎস্য ভোগ্য পণ্যের খাবারের দোকানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নওগাঁ বগুড়ার সান্তাহার পৌর শহরের বাইপাসের মোড়ে দার্জিলিং রেষ্টুরেন্টে এই দোকানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের ডিপিসি আব্দুল বাতেন। আরও উপস্থিত ছিলেন, মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, ব্যবস্থাপক (মনিটরিং) সোহেল রানা, আরএমটিপি প্রকল্পের কর্মকর্তা ফিরোজ হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিশ সরকারের যৌথ অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আরএমটিপি (রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট) প্রকল্পের মাধ্যমে নওগাঁয় নিরাপদ কৃষি পণ্য উৎপাদন ও কৃষি পণ্যের ব্র্যান্ডিং-এর কাজ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী।

এ বিভাগের অন্যান্য সংবাদ