চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

আপডেট: মার্চ ২৪, ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রোববার (২৪ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ -এর বিচারক মোহা.আদীব আলী এ রায় দেন। দন্ড পাওয়া জাকারিয়া ইসলামের(২৫) বাড়ি রাজশাহীর পবা উপজেলার দাদপুর গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র রাষ্ট্রপক্ষের আইনজীবী মো.নাজমুল আজম জানান,একটি পিস্তল, একটি ম্যাগাজিন,২০ রাউন্ড গুলি ও দুটি ওয়ান শুটার গানসহ ২০২১ সালের ২৯ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলার রাঙামাটিয়া গ্রামে জধন এর হাতে ধরা পড়ে।পরের দিন জধন বাদী হয়ে গোমস্তাপুর থানায়অস্ত্র আইনে মামলা দায়ের করেন।গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা গত ১০-১২-২০২২ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রাজজ মো.রবিউল ইসলাম মাদক মামলায় গোলাম রসুল(২৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁর বাড়ি ভোলাহাট উপজেলার হেলাচি গ্রামে। আসামির অনুপস্থিতিতে রোববার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান,১৪০ গ্রাম হেরোইনসহ গত ২৩-০৩-১৬ তারিখ দুপুরে গোমস্তাপুর উপজেলার কাঞ্চনপুরে র্যাবে হাতে গ্রেপ্তার হয় গোলাম রসুল।গোমস্তাপুর থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে।থানার এসআই রেজাউল করিম ১২-০৫-২০১৬ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ