আমন ধান-চাল সংগ্রহ শুরু বৃহস্পতিবার

আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

সোনার দেশ ডেস্ক:


চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হবে আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর)। এ বছর দুই লাখ টন আমন ধান, চার লাখ টন সিদ্ধ চাল ও এক লাখ টন আতপ চাল কেনা হবে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

সোমবার (২০ নভেম্বর) খাদ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এক বৈঠকে চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয়। প্রতি কেজি আমন ধান ৩০ টাকা, সিদ্ধ চাল প্রতি কেজি ৪৪ টাকা এবং প্রতি কেজি আতপ চাল ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রোববার (১৯ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয় এলাকাভিক্তিক আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা বিভাজন অনুমোদন করেছে। সে হিসেবে, সিদ্ধ চালকল মালিকদের চাল সরবরাহের চুক্তি সম্পাদনের সময়সীমা আগামী ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ