ইতালিতে ধর্ষণে অভিযুক্ত রবিনহো জেল খাটবেন ব্রাজিলে

আপডেট: মার্চ ২৩, ২০২৪, ৩:১৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


দানি আলভেজের পর আরও এক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ধর্ষণের দায়ে কারাদ-ের শাস্তি পেতে চলেছেন। ইতালিতে অভিযোগ ওঠা ধর্ষণের জন্য কারাদ- ভোগ করতে হবে রবিনহোকে। তবে ইতালিতে নয়, তাঁকে জেল খাটতে হবে ব্রাজিলে। প্রথমে রবিনহোর ন” বছরের কারাদন্ডের নির্দেশ দেয় ইতালির আদালত। পরে বুধবার (২০ মার্চ) সেই রায় বহাল রেখেছে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার আদালত।

আদালতের রায়ে বলা হয়েছে, অবিলম্বে রবিনহোর সাজার মেয়াদ শুরু করতে হবে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রবিনহোর আইনজীবী জোসে আলকমিন। তবে এখনই হাল ছাড়ছেন না তাঁরা। সাংবাদিকদের আলকমিন জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
২০১৩ সালে এসি মিলান ক্লাবে থাকাকালীন তাঁড় বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।।পরে ২০১৭ সালে অভিযোগ প্রমাণ হওয়ায় ৯ বছরের কারাবাসের সাজা দেওয়া হয় রবিনহোকে। তখন জেলের শাস্তি এড়াতে ইতালিতে গিয়ে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এরপর ২০২০ সালে ব্রাজিলে থেকেই আপিল করেন এই ব্রাজিলিয়ান। তবে তাতে কোনও লাভ হয়নি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ