গুরুদাসপুরে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ


আবুল কালাম আজাদ:


নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২০২৩-২৪ মৌসুমে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বেলা ১১ টায় খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার শ্রাবিনী রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মিল মালিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন মাষ্টার , সাধারণ সম্পাদক মো. জাহাংগির আলমসহ অনুমোদিত মিল মালিকগন ও গনমাধ্যম কর্মীবৃন্দ।

উপজেলা খাদ্য পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান,চলতি ২০২৩-২৪ মৌসুমে এবারে উপজেলায় ৪৪ টাকা কেজি দরে ৯৭৮ মেট্রক টন চাল এবং ৩০ টাকা কেজি দরে ২৬৭ মে. টন আমন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধার্য্য হয়েছে। গত বছরে ২০২২-২৩ আমন মৌসুমে ১২৬২ মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন মাত্র ৫৮ মেট্রিক টন। তবে ৩৬৭ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন শুন্য। অর্জন ব্যর্থ হওয়ার কারণ সরকারের ধার্য্য দামের চেয়ে বাজারে বেশী দাম থাকায় মিলার এবং কৃষকরা গোডাউনে ধান-চাল দেননাই। মিলারদের সাথে কথা বলে জানা গেছে এবারও বাজারের চেয়ে সরকারের ধার্য্য মুল্য কম হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার সম্ভাবনাই বেশী।

আসাদুজ্জামান আরো জানান,আমন চাল সরবরাহের জন্য উপজেলার ১০ জন মিল মালিকের সাথে চুক্তি করে যোগ্যতা ভিত্তিক বরাদ্ধ দেয়া হয়েছে। যেসব মিল মালিকদের নামে বরদ্দ দেয়া হয়েছে- ১। গিয়াস উদ্দিন -৯২ . ৩৫০ মে. টন, ২। রেজাউল করিম- ৯২ .৩৫০ মে. টন, ৩। রহিম মোল্লা- ১৫৬.৯০০ মে. টন, ৪।জাহিদুল ইসলাম- ৯২ . ৩৫০ মে. টন, ৫।রবিউল করিম-৯২ .৩৫০ মে. টন, ৬। বিউটি শিরিণ-৯২ .৩৫০ মে. টন, ৭। গোলাম মোস্তফা- ৯২ .৩৫০ মে. টন, ৮। আক্কাস আলী- ৯২ .৩৫০ মে. টন,৯।সাজেদা বেগম- ৯২ .৩৫০ মে. টন, এবং ১০।ইকবাল ৮২ .৩০০ মে. টন।