তীব্র তাপপ্রবাহ থেকে মিলছে না মুক্তি

আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে গত এক সপ্তাহ থেকে তীব্র তাপপ্রবাহে বয়ে যাচ্ছে। তবে এ তাপমাত্রা থেকে সহজে মিলছে না মুক্তি বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস। সোমবার (২২ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২১ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২০ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দমমিক ৫ ডিগ্রি। আর শুক্রবার (১৯ এপ্রিল) ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের জৈষ্ঠ্য পর্যবেক্ষক শহীদুল ইসলাম বলেন, রাজশাহীতে কয়েকদিন তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই সপ্তাহে বৃষ্টির আভাস নেই। তবে আগামী বৃহস্পতিবারের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে।