রাজশাহী কলেজের ১৫২তম প্রতিষ্ঠা দিবস পালিত

আপডেট: এপ্রিল ১, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:১৫১ বছর পেরিয়ে ১৫২তম বছরে পা রাখলো হিরণ¥য় ঐতিহ্যের ধারক দেশসেরা রাজশাহী কলেজ। সোমবার (১ এপ্রিল) রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ও ফেস্টুন উড়ানো ও প্রতিষ্ঠা দিবসের কেক কাটা।

প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ-প্রফেসর আবদুল খালেক। আরো উপস্থিত ছিলেন কলেজ’র উপাধ্যক্ষ-প্রফেসর ড. ইব্রাহিম আলী, শিক্ষক-পরিষদ’র সম্পাদক-প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির আহবায়ক-প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয়-প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তনও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

এদিন সকাল সাড়ে ১০ টায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে রাজশাহী কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ-প্রফেসর মোহা. আবদুল খালেক।