মান্দায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন

আপডেট: মার্চ ৩, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ণ

কৃষকের অভিযোগ তদন্ত করা হোক

কৃষকদের দাবি, অবৈধ উপায়ে বালু উত্তোলনেরর ফলে আত্রাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে কৃষকের অন্তত ৫০ বিঘা উর্বর জমি। ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে অন্যরা বিষয়টির বিহিত করার জন্য উপজেলা প্রশাসনের দারস্থ হয়েছিলেন। তারা ‘বালু দস্যু’দের কবল থেকে তাদের জমির সুরক্ষা এবং দায়িদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সোনার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

কৃষকদের অভিযোগ, তাঁদের উর্বর ফসলি জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ল্যান্ড)সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। প্রতিবাদ সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন। তারপরও সমস্যার কোনো প্রতিকার পাওয়া যায়নি।

অথচ কৃষকদের আকুতি, অবৈধপস্থায় বালু উত্তোলন করায় তাঁদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছেন। নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর ভাটি অংশের বাইবুল্যা এলাকায় এই পরিস্থিতির মধ্যে পড়েছেন কৃষকরা। তারা বলছেন, অবৈধপন্থায় বালু উত্তোলন অব্যাহত থাকলে কৃষকের আর কোনো ফসলি জমি থাকবে না। একই সাথে হুমকির মুখে পড়বে আত্রাই নদীর উত্তরতীরের বেঁড়ি বাঁধ। বর্ষা মৌসুমে চরম ঝুঁকিতে পড়বেন নদীপাড়ের শতাধিক পরিবার। কৃষকরা বলছেন, নদীপাড়ের উর্বর ফসলি। বছরের আট মাস এসব জমিতে গম, ভুট্টা, আলু, সরিষা, মিষ্টি আলু, মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের চাষ করেন।

এ সমস্যা নতুন কিছু নয়। যেখানেই বালু উত্তোলনের বন্দোবস্ত আছে, সেখানে একই ধরনের অভিযোগ উঠে। অনেক ক্ষেত্রেই এমন অভিযোগের সত্যতা মিলে। বৈধভাবে বালু উত্তোলনের জন্য সরকারি ব্যবস্থা আছে। সেই সাথে নদীর কোন্ এলাকা থেকে বালু উত্তোলন করতে হবে সে ব্যাপারে স্পষ্ট শর্ত আছে। কিন্তু ইজারাদার অধিকাংশ ক্ষেত্রে সরকারি শর্ত উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করে। ফলে নদীর পাড় ভাঙ্গনপ্রবণ হয়ে পড়ে। ফলশ্রুতিতে কৃষকের জমি নদীগর্ভে চলে যায়। কিন্তু সমস্যাটির ব্যাপারে খুব একটা ব্যবস্থা নিতে দেখা যায় না। আবার শর্ত মেনে বালু সংগ্রহ হচ্ছে কী না তাও নজরদারির মধ্যে আসে না। ফলে ইজারাদার তার মর্জিমাফিক যেথানে সেখানে বালু উত্তোলন করে থাকেন।

কৃষকরা মান্দা থানা প্রশাসনের কাছে আবেদন রেখেছেন প্রতিকার পাওয়ার জন্য। কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ না করায় কৃষকরা হতাশ। আমরা প্রত্যাশা করি, সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।