ভোট চলাকালে দূরদর্শনের লোগোর রং পরিবর্তন, তীব্র সমালোচনা মমতার

আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


লোকসভা নির্বাচন চলাকালীন আচমকা দূরদর্শনের লোগোর রং পরিবর্তন করা হয়েছে। দূরদর্শনের গেরুয়া রঙের লোগো ঘিরে দেশ-রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধ্যয়। শনিবার (২০ এপ্রিল) সন্ধেয় এক্স হ্যান্ডেলে দূরদর্শনের গেরুয়া লোগোর ছবি পোস্ট করে তীব্র সমালোচনা করলেন তিনি।

মমতার কথায়, ‘দেশে লোকসভা নির্বাচন চলাকালীন দূরদর্শনের লোগোর রঙ পরিবর্তনে আমি স্তম্ভিত। এটা সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। জাতীয় সম্প্রচারমাধ্যমের বিজেপির প্রতি পক্ষপাতিত্বের নির্দশন। ভোট চলাকালীন নির্বাচন কমিশন কীভাবে এর অনুমতি দিল? কমিশনের অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। ফের পুরনো নীল রংয়ের দূরদর্শনের লোগো ফিরিয়ে দিতে হবে।’

দূরদর্শনের লোগোর রং পরিবর্তন নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন অন্ধ্র প্রদেশের বিজেপির সহ সভাপতির দাবি, ১৯৫৯ সালে যখন দূরদর্শন চালু হয়েছিল, তখন তার লোগো গেরুয়াই ছিল। পুনরায় তা গেরুয়া রং করা হয়েছে। এদিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার ক্ষোভ উগরে বলেছেন, প্রসার ভারতী এখন ‘প্রচার ভারতী’। নির্বাচন চলাকালীন ভোটারদের প্রভাবিত করতেই এই পরিবর্তন বলে দাবি তাঁর।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ