মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিবে নতুন প্রজন্ম : আসাদ

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজশাহী কলেজ শহিদ মিনারে সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকালে লক্ষীপুর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে তিনি শ্রদ্ধা জানান।

আসাদ বলেন, বিজয় অর্জনের জন্য যাদের ত্যাগ শ্রম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্বাধীন জাতি স্বাধীন দেশ। নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিবে এটাই প্রত্যাশা।

তিনি বলেছেন, যারা মুক্তিযুদ্ধ করে দেশটি অর্জন করেছে তাদের ইতিহাস, যারা জীবিত আছে তাদের কাছ থেকে সেই গল্প শোনা, সব মিলিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশটিকে রাষ্ট্র-নায়ক শেখ হাসিনা যেভাবে সামনের দিকে এগিয়ে নিচ্ছে আগামী প্রজন্ম এটিকে ধারণ করে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও উন্নত জায়গায় নিয়ে যাবে এটাই আমাদের বিজয় দিবসের প্রত্যাশা।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল শিবলী, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম মেরাজ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ ইয়ামিন, জেলা যুবলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ-সম্পাদক আলী আজম সেন্টু, জেলা আ’লীগের সদস্য শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, চুন্না মোরশেদ, রাকিবুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম, নওহাটা পৌর আ’লীগের সাধারণ-সম্পাদক কামরুল হাসান, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসাইন প্রমুখ।