কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের চিকিৎসা চলছে সিঙ্গাপুরে

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :গুরুতর অসুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ক্যান্সারে আক্রান্ত।
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এবারই প্রথম নয়, এর আগেও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন৷ ২০০৭ সালে ক্যান্সার জয় করে দেশে ফিরেছিলেন এই মহান শিল্পী।

কিংবদন্তির শিল্পী সাবিনা ইয়াসমিন শেষ প্লেব্যাক করেছেন প্রয়াত মহানায়িকা ও নির্মাতা কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবির ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা’ শিরোনামের একটি গানে। ২০২০ সালের সেপ্টেম্বরে গানটিতে কণ্ঠ দেন তিনি। এই ছবির চারটি গানে সুরারোপ করেন সাবিনা ইয়াসমিন। এটিই তার ক্যারিয়ারে প্রথমবার সুরকার হিসেবে আত্মপ্রকাশ।

সাবিনা ইয়াসমিন ১৯৭৫ সালে ‘সুজন সখী’ সিনেমাতে গান গাওয়ার স্বীকৃতিস্বরূপ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সুদীর্ঘ সংগীতজীবনে তিনি ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেন। যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে অনন্য এক রেকর্ড।

এছাড়া কাজের স্বীকৃতিস্বরূপ মহান এই সঙ্গীতশিল্পী একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, ১৯৮৫ সালে গানের জন্য ভারত থেকে ‘ডক্টরেট’, উত্তম কুমার পুরস্কার, ৬ বার বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ