খাপড়া ওয়ার্ড দিবস আজ

আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


আজ ২৪ এপ্রিল। খাপড়া ওয়ার্ড দিবস। ১৯৫০ সালের এদিনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর দুর্গন্ধময় পরিবেশ, হাঁটুগেড়ে জেলকর্তাদের কুর্নিশ করা, তেলের ঘানি টানার কাজ, কথায় কথায় মধ্যযুগীয় কায়দায় পায়ে লোহার বেড়ি (ডাণ্ডাবেড়ি) লাগানো, মাত্র তিন বাটি পানিতে গোসল, কারণে-অকারণে অবর্ণনীয় নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে অনশনরত রাজবন্দিদের ওপর সেদিন সকাল ৮টায় জেল সুপার মি. বিল, জেলার আব্দুল মান্নানসহ জেলপুলিশরা খাপড়া ওয়ার্ডে প্রবেশ করে।

অনশনরত বন্দি প্রতিনিধিদের সাথে খাবারের বিষয় নিয়ে আলোচনাকালে খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় জেলার মান্নানসহ মি. বিল বাদানুবাদের মধ্যে এক সময় হাতের ছড়ি দিয়ে বন্দিদের মারতে থাকেন। এমতাবস্থায় অসহায় বন্দিরা নিজেদের রক্ষা করতে প্রতিরোধ গড়ে তুললে জেল কর্তৃপক্ষ এলার্ম হুইসেলটি বাজিয়ে দেন। ফলে পাগলা ঘণ্টা বাজিয়ে পুলিশরা খাপড়া ওয়ার্ডের চারিদিকে পজিশন নিয়ে বন্দিরে ওপর বেপরোয়া গুলিবর্ষণ শুরু করে। নিমিষেই খাপড়া ওয়ার্ড রক্তের বন্যায় ভেসে যায়। বর্বোরিচত এ্ হত্যাকাণ্ডে শহিদ হন দেলোয়ার হোসেন, কম্পরাম সিং, আনোয়ার হোসেন, সুধীন ধর, বিজয় সেন, হানিফ ও সুখেন্দু ভট্টাচার্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ জন বীর বাঙালীর স্মৃতিকে চির জাগরূক রাখতে স্বাধীনতার পর রাজশাহী কারাগারে খাপড়া ওয়ার্ডে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দিয়েছেন।