রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আবদুল হালিম। জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, পিপি অ্যাড. জোবদুল হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমীন সুলতানা প্রমুখ। সভায় জেলাকে বাল্যবিয়ে মুক্ত করতে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।