পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ১২:৩৩ অপরাহ্ণ


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের পার্বতীপুরে ১৬ টি দল নিয়ে শুরু হওয়া বীর মুক্তিযোদ্ধা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে শিমু প্লাস্টিক বগুড়া বনাম খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী। খেলায় টাইব্রেকারে ৫-৩ গোলে খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী বিজয়ী হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ি পার্বতীপুর উপজেলার বাসুপাড়া হাইস্কুল মাঠে বাসুপাড়া গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। সভাপতিত্ব করেন উত্তর সানন্দার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম মিলু।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্বতীপুর উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরকার মোঃ শামিম আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনিন মোমিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,বাসুপাড়ার কৃতি সন্তান ডাঃ আহাদ আলী,৩ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি হুমায়ুন কবির,বাসুপাড়া স্কুলের প্রধান শিক্ষক আসলাম আলী ও ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আরশেদ আলী।

ফাইনাল টুর্নামেন্টে নির্ধারিত সময়ে কোন পক্ষে গোল না হওয়ায় টাইব্রেকারে ৫-৩ গোলে শিমু প্লাস্টিক বগুড়াকে পরাজিত করে জয়ী হয় খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী। এসময় রানার্স আপ বগুড়াকে ৪০ হাজার ও রাজশাহীর অধিনায়কের হাতে ৬০ হাজার প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান মোস্তা, সহকারী রেফারি হিসেবে ছিলেন মতিউর রহমান মতি ও শরিফুল ইসলাম।#

এ বিভাগের অন্যান্য সংবাদ