পার্বতীপুরে ৬৪ জন বিএনপি কর্মী’র আ’লীগে যোগদান

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


জেলার পার্বতীপুরে পৌর আ’লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে স্থানীয় বিএনপির ৬৪ জন কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি কর্মীরা আনুষ্ঠানিকভাবে আওয়ামিী লীগে যোগ দেন।

সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার ওই বিএনপি কর্মিদের আওয়ামী লীগে বরণ করে নেন।

পার্বতীপুর পৌর আ’লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি,।বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন। সমাবেশের সঞ্চালক ছিলেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি।

মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর শাখার সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবুর নেতৃত্বে ৬৪ জন বিএনপির কর্মী মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে ভোটার আইডি কার্ডের ফটোকপি মোবাইল নাম্বারসহ ফুলেল তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় এমপি ফিজার বিএনপির কর্মিদের ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ