পার্বতীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

আপডেট: মার্চ ৭, ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্য ছিল বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।পার্বতীপুর উপজেলা প্রশাসন মূল কর্মসূচীর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলাকে স্মার্ট নগরী হিসাবে গড়ে তোলার রূপকার আলহাজ হাফিজুল ইসলাম প্রামানিক, সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন পৌর মেয়র ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ,মোঃ আমিরুল মোমিনীন মোমিন,ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও রুকশানা বারী রুকু, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেন বিপুল কুমার উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,উপজেলা আ’লীগের নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এদিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ