পার্বতীপুরে কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

আপডেট: এপ্রিল ২, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ণ

পার্বতীপুরে কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দিনব্যাপী কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। মঙ্গলবার (২ মার্চ) দিনব্যাপী তাঁরা উপজেলার পার্টনার প্রোগ্রাম এর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন,এডাব্লুডি প্রযুক্তির প্রদর্শনী, সুগন্ধি ধান ব্রিধান ১০৪ এর প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পার্বতীপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তাজুল ইসলাম পাটোয়ারী,পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা ।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ হামিদুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চল,মোঃ নূরুজ্জামান উপ- পরিচালক, ডিএই, দিনাজপুর, মোঃ জাফর ইকবাল,জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, দিনাজপুর,আবু রেজা মোঃ আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, সঞ্জয় দেবনাথ, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম সহ আরো অনেকে।

সাথে ছিলেন পার্বতীপুর উপজেলা কৃষি অফিসার রাজিব হুসাইন। তারা পার্টনার প্রোগ্রাম এর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন,এডাব্লুডি প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন, সুগন্ধি ধান ব্রিধান ১০৪ এর প্রদর্শনী পরিদর্শন ও কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ